ভাণ্ডারশীল সম্পদ | Fund Resources
January 18, 2021
ভাণ্ডারশীল সম্পদ [Fund Resources] বলতে এমন সব প্রাকৃতিক সম্পদকে বুঝায়, যে সব সম্পদ ব্যবহারের ফলে হ্রাস পায় কিন্তু স্বাভাবিকভাবে তা পূরণ হয় না। অর্থাৎ এমন সব প্রাকৃতিক উপকরণ, যে সব একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় বা ভাণ্ডার থেকে ফুরিয়ে যায়। উদাহরণস্বরূপ – খনিজ সম্পদের কথা বলা যায়। সাধারণত খনিজ উত্তোলন করা হলে খনির ভাণ্ডার ক্রমাগত ফুরিয়ে যায়। এ খনি আর পূরণ হবে না। তবে এরূপ খনিজ সম্পদ ক্রমাগত ব্যবহার করা যায়। যা আবর্তনশীল সম্পদ নামে পরিচিত।[সংকলিত]