ভারতের চন্দ্রযান-২ সম্পর্কে অজানা তথ্য | GK
চন্দ্রযান-২ এর কতিপয় গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (gk) শেয়ার করf হয়েছে | এতে ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি প্রশ্ন ও উত্তর দেয়া আছে।
১। প্রশ্ন: ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি ?
উত্তর: Indian Space Research Organization (ISRO)।
২। প্রশ্ন: ভারত কত সালে প্রথম চাঁদে মহাকাশযান পাঠায় ?
উত্তর: ২০০৮ সালে (যেটি চাঁদের পৃষ্ঠে নামানো হয়নি)।
৩। প্রশ্ন: ২০০৮ সালে ভারত কর্তৃক চাঁদে পাঠানো মহাকাশযানের নাম কি ?
উত্তর: চন্দ্রযান-১।
৪। প্রশ্ন: চন্দ্রযান-২ এর ল্যান্ডারের নাম কি ?
উত্তর: বিক্রম।
৫। প্রশ্ন: চন্দ্রযান-২ কী?
উত্তর: ভারতের দ্বিতীয় রোবোটিক চন্দ্র মিশন।
৬। প্রশ্ন: চন্দ্রযান-২ –এর কয়টি অংশ ও কী কী?
উত্তর: তিনটি অংশ | অরবিটার, ল্যান্ডার এবং রোভার ।
৭। প্রশ্ন: ল্যান্ডারটির কী নাম দেওয়া হয়েছে?
উত্তর: বিক্রম।
৮। প্রশ্ন: রোভারটির কী নাম দেওয়া হয়েছে?
উত্তর: প্রজ্ঞান।
৯। প্রশ্ন: মিশনটি করার জন্য কোন রকেটের সাহায্য নেওয়া হয়েছে?
উত্তর: GSLV Mk-III.
১০। প্রশ্ন: GSLV-এর পুরো কথা কী?
উত্তর: Geosynchronous Satellite Launch Vehicle.
১১। প্রশ্ন: প্রথম চাঁদে প্রেরণকারী মহাকাশযান কোন দেশের ?
উত্তর: রাশিয়া।
১২। প্রশ্ন: দ্বিতীয় চাঁদে প্রেরণকারী মহাকাশযান কোন দেশের ?
উত্তর: আমেরিকা/যুক্তরাষ্ট্র।
১৩। প্রশ্ন: তৃতীয় চাঁদে প্রেরণকারী মহাকাশযান কোন দেশের ?
উত্তর: চীন।
১৪। প্রশ্ন: ২০১৯ সালে চাঁদে কোন কোন দেশ মহাকাশযান পাঠায় ?
উত্তর: ইসরাঈল ও ভারত ( কিন্তু দুইটি দেশই চাঁদে অবতরণে এবং চতুর্থ দেশ হিসেবে চাঁদের বুকে নাম লেখাতে ব্যর্থ হয়)।
১৫। প্রশ্ন: চন্দ্রযান-২ এর অরবিটারের কার্যকাল কতদিন?
উত্তর: সর্বনিম্ন ২ বছর।
১৬। প্রশ্ন: কবে চন্দ্রযান-২-কে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়?
উত্তর: ২২ জুলাই ২০১৯, দুপুর ২ টা বেজে ৪৩ মিনিটে।
১৭। প্রশ্ন: চন্দ্রযান-২-এর জন্য কত টাকা খরচ করা হয়েছে?
উত্তর: ৯৭৮ কোটি টাকা।
১৮। প্রশ্ন: চাঁদের কোন মেরুতে চন্দ্রযান-২-এর বিক্রমকে নামানো হয়?
উত্তর: দক্ষিণ মেরুতে
১৯। প্রশ্ন: চাঁদে রোভার ল্যান্ড করানো কততম দেশ ভারত?
উত্তর: চতুর্থ।
২০। প্রশ্ন: চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ল্যান্ড করানোতে কততম দেশ ভারত?
উত্তর: প্রথম।
২১। প্রশ্ন: ভারতের চন্দ্রযান-২ এর সাথে কত তারিখে গ্রাউন্ডস্টেশন ISRO যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ?
উত্তর: ৭ সেপ্টেম্বের, ২০১৯।
২২। প্রশ্ন: ISRO ভারতের কোথায় অবস্থিত ?
উত্তর: বেঙ্গালুরে।
২৩। প্রশ্ন: চন্দ্রযান- ২ ভারতের কোথা থেকে উৎক্ষেপণ করা হয় ?
উত্তর: স্রি হরিকোডা, অন্ধ্রপ্রদেশ।
২৪। প্রশ্ন: চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কবে ?
উত্তর: ২২ জুলাই, ২০১৯।