ভূকম্পলেখ | Seismograph

সিসমোগ্রাফ

ভূকম্পলেখ [Seismograph] বলতে সাধারণত ভূমিকম্পের উৎপত্তির স্থান, গতি ও প্রকৃতি জানবার জন্য একটি মাপনী যন্ত্র বিশেষকে বুঝায়। অর্থাৎ ভূকম্পলেখ এমনি একটি মাপনী যন্ত্র, যার সহায়তায় ভূমিকম্পের তরঙ্গসমূহের গতি ও প্রকৃতি গ্রহণ করা হয়। গৃহীত বিভিন্ন ধরনের তরঙ্গের গতি ও প্রকৃতি বিশ্লেষণ করে ভূমিকম্পের কেন্দ্র (focus) এবং উপকেন্দ্রের (epicenter) প্রকৃত অবস্থান নির্ণয় করা হয়। বর্তমানে অত্যাধুনিক সূক্ষ্ম ভূকম্পলেখ (seismograph) উদ্ভাবিত হয়েছে, যাকে ভূকম্পমাপক (seismometer) বলা হয়। আর এর সহায়তায় এখন হাজার কিলোমিটার দূরত্বে সংগঠিত মৃদু ভূমিকম্পের স্পন্দন খুব সহজেই নির্ণয় করা যায়। [সংকলিত]


image source: Seismometer


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *