ভূমি ব্যবহার জরিপ

ভূমি ব্যবহার জরিপ [Land Use Survey] বলতে সাধারণত ভূমি ব্যবহারের তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং মানচিত্রায়নকে বুঝায়। প্রধানত কোন নির্দিষ্ট এলাকায় বহিরাঙ্গন সমীক্ষা (field study) পরিচালনার মাধ্যমে ভূমি ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ ও মানচিত্র প্রস্তুতের জন্য এধরনের জরিপ কাজ সম্পন্ন করা হয়। বর্তমানকালে ভূমি ব্যবহার জরিপের কাজে বিমান, ড্রোন ও স্যাটেলাইট ব্যবহার করা হয়। এ জরিপ কাজে ব্যবহৃত বিমান, ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত চিত্র থেকে ভূমি ব্যবহারের মানচিত্র প্রণয়ন করা হয়। ভূমি ব্যবহার জরিপ একসময় কেবল গ্রামীণ এলাকায় পরিচালিত হত। বর্তমানে শহর/নগর এলাকার ভূমি ব্যবহারের তথ্য সংগ্রহে ভূমি ব্যবহার জরিপ পরিচালনা করা হয়। জানা যায় যে, ১৯৩০ খ্রিস্টাব্দে প্রখ্যাত ব্রিটিশ ভূগোলবিদ ডাডলি স্ট্যাম্প [Dudley Stamp] ব্রিটেনে ভূমি ব্যবহার জরিপ প্রবর্তন করেন। [সংকলিত]   

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *