ভূ-কম্পন কেন্দ্র | Seismic Focus

ভূ-কম্পন কেন্দ্র [Seismic Focus] বলতে সাধারণত ভূমিকম্পের উৎপত্তি আ উৎস স্থানকে বুঝায়। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের (ভূ-অভ্যন্তরে) যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়, সে স্থানকে ভূ-কম্পন কেন্দ্র বা ভূমিকম্পের কেন্দ্র বলে। মূলতঃ এ কেন্দ্রটি থেকেই ভূ-কম্পন তরঙ্গাকারে চারদিকে ছড়িয়ে যায়। তবে বর্তমানে কোন কোন গবেষক অনুমান করেন যে, ভূ-কম্পন বা ভূমিকম্প কোন নির্দিষ্ট বিন্দু থেকে উৎপত্তি হয় না, বরং একটি রেখা বরাবর উৎপত্তি হয়। ভূ-কম্পন কেন্দ্রকে ভূমিকম্পের উৎস (focus of earthquake) বলা হয়। [সংকলিত]


image source: What is the relation between focus and epicenter ?


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *