ভূ-সংস্থান ও ভূ-সংস্থানিক মানচিত্র | Topographic Map
December 4, 2019
ভূ-সংস্থান [Topography]: যে কোন ভৌগোলিক এলাকার প্রাকৃতিক এবং মানবিক দৃশ্যাবলির বিস্তারিত বিবরণ বা উপস্থাপনকে ভূ-সংস্থান (topography) বলে। এখানে প্রাকৃতিক দৃশ্যাবলি বলতে যে কোন এলাকার উদ্ভিদ, প্রাণী, নদ-নদী, ভূমির বন্ধুরতা, পাহাড়-পর্বত, সমুদ্র প্রভৃতির বিবরণকে বুঝায়। আবার, মানবিক দৃশ্যাবলি বলতে যে কোন এলাকার বসতি, হাট-বাজার, নগর-বন্দর, পরিবহণ, স্কুল, কলেজ, দপ্তর, আদালত প্রভৃতির বিবরণকে বুঝায়। ভৌগোলিক পঠন-পাঠনের জন্য যে কোন এলাকার প্রাকৃতিক ও মানবিক দৃশ্যাবলির বিস্তারিত বিবরণ খুবই গুরুত্বপূর্ণ।
ভূ-সংস্থানিক মানচিত্র [Topographic Map]: কোন ভৌগোলিক এলাকার যাবতীয় প্রাকৃতিক এবং মানবিক দৃশ্যাবলি বিভিন্ন সূচক বা চিহ্ন দিয়ে প্রদর্শিত মানচিত্রকে ভূ-সংস্থানিক মানচিত্র (topographic map) বলে। এটি হল বৃহৎ মাপনীর (scale) মানচিত্র।