
মির্জাগঞ্জ শাহী জামে মসজিদটি বাংলাদেশের পঞ্চগড় জেলাধীন আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত। মির্জাগঞ্জ শাহী জামে মসজিদটির জিও কো-অর্ডিনেট (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) হল 26°17’09.7″ N 88°26’35.8″ E (26.28603, 88.44329)।
স্থাপত্যিক বিবরণ | Architectural Description |
মির্জাগঞ্জ শাহী জামে মসজিদটি আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। মসজিদটির ছাদে এক সারিতে ৩টি গম্বুজ (dome) এবং চারকোণে ৪টি টারেট (turret) রয়েছে। মসজিদের পূর্ব ও পশ্চিম পাশে আরও ২টি করে টারেট (turret) রয়েছে। গম্বুজ ও টারেটগুলোর উপরে পদ্ম (inverted lotus) নকশাসহ অলংকৃত শীর্ষচুড়া (finial) রয়েছে। গম্বুজের নিচের অংশে (drum) এবং ছাদের প্রাচীরের (parapet) চারিদিকে মারলন (blind marlon) অলংকরণ রয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে ৩টি প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে ১টি করে জানালা রয়েছে। মসজিদের দেয়াল জুড়ে ফুল ও লতাপাতার অলংকরণ রয়েছে। মসজিদটির সামনে অনুচ্চ সীমানা প্রাচীর ঘেরা উন্মুক্ত আঙ্গিনা রয়েছে। আঙ্গিনার পূর্বদিকে দৃষ্টিনন্দন ১টি তোরণ শোভিত পথ (arcade) রয়েছে। মসজিদটিতে মুঘল [Mughal] স্থাপত্যশৈলী ও নির্মাণকৌশল যথেষ্ট প্রতিফলিত হয়েছে।
ঐতিহাসিক প্রেক্ষাপট | Historical Background |
‘মসজিদটির দেয়ালে ১টি উৎকীর্ণ লিপি ফলক রয়েছে। লিপি ফলকের ভাষ্য অনুযায়ী ধারনা করা হয় যে, মুঘল সম্রাট শাহ আলমের (১৭৬১-১৮০৫ খ্রিস্টাব্দ) রাজত্বকালে পঞ্চগড়ের মির্জাপুর শাহী জামে মসজিদটি নির্মাণ করা হয়। তবে স্থানীয় জনশ্রুতি রয়েছে যে, আনুমানিক খ্রিস্টীয় ১৮ শতকে দোস্ত মোহাম্মদ নামক জনৈক ব্যক্তি এ মসজিদটি নির্মাণ করেন।’১ ‘মসজিদের পূর্বদিকের দেয়ালে বিদ্যমান ফারসি ভাষার ১টি শিলালিপি থেকে জানা যায় যে, বাংলা ১২৫২ (১৮৪৫ খ্রিস্টাব্দে) সালে শেখ মালিক-উদ-দীন মসজিদটি মেরামত করেন।’২ বর্তমানে জাতীয় সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।
Related