চিত্রানুপাতিক ও অ-চিত্রানুপাতিক মানচিত্র অভিক্ষেপ

ভূ-গোলক (globe) হল পৃথিবীর ছোট আকারের প্রতিরূপ বা প্রতিমূর্তি। ভূ-গোলকের উপর অংকিত পৃথিবীর প্রতিরূপ, অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো সমতল কাগজের উপর উপস্থাপন করার চেষ্টা হল মানচিত্র অভিক্ষেপ (map projection)। সমতল কাগজের উপর মানচিত্র উপস্থাপনের ধরন অনুযায়ী অভিক্ষেপ নিম্নরূপ হয়ে থাকে-


১. চিত্রানুপাতিক অভিক্ষেপ (perspective projection): কাঁচ বা প্লাস্টিকের মত স্বচ্ছ ভূ-গোলকের মধ্যে আলোর ব্যবস্থা করে তার উপর সাদা কাগজ মুড়ে দিলে ঐ ভূ-গোলকটির প্রতিরূপ, অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলোর একটি দৃশ্য কাগজের উপর ফুটে উঠে। এভাবে দৃশ্য বা চিত্র অনুযায়ী মানচিত্রের অভিক্ষেপ তৈরির প্রচেষ্টাকে চিত্রানুপাতিক অভিক্ষেপ বলে।

২. অ-চিত্রানুপাতিক অভিক্ষেপ (non-perspective projection): গাণিতিক হিসাব-নিকাশের মাধ্যমে সমতল পৃষ্ঠের বা সাদা কাগজের উপর অক্ষরেখা, দ্রাঘিমারেখা ও  পৃথিবীর প্রতিরূপ উপস্থাপন করা হয়। এ পদ্ধতিতে অংকিত মানচিত্রের অভিক্ষেপকে অ-চিত্রানুপাতিক অভিক্ষেপ বলা হয়। এক্ষেত্রে ভূ-গোলকের প্রয়োজন হয় না।


Map Projection | Perspective Projection | Non-Perspective Projection



Add a Comment

Your email address will not be published. Required fields are marked *