ক্ষুদ্র স্কেলের মানচিত্র এবং বৃহৎ স্কেলের মানচিত্র
ক্ষুদ্র স্কেলের মানচিত্র [Small Scale Map] বলতে সাধারণত এমন সব মানচিত্রকে বুঝায়, যে সব মানচিত্রের ছোট পরিসরে বিশাল আয়তনের অঞ্চল বা দেশকে প্রদর্শন করা হয়। অর্থাৎ এ ধরনের মানচিত্রে বিশাল আয়তনের কোন অঞ্চল কিংবা গোটা পৃথিবীকে মানচিত্রে প্রদর্শন করা হয়। এরূপ প্রদর্শনকালে মানচিত্রটির স্কেলের লব রাশির মান, হর রাশির মানের তুলনায় খুব ছোট রাখা হয়। যেমন- ১ : ৬৩,৩৬০,০০০ বা ১ ইঞ্চি : ৬৩,৩৬০,০০০ ইঞ্চি, এর মানে হল, ১ ইঞ্চি = ১০০০ মাইল। এখানে, বাস্তবে কোন অঞ্চল বা এলাকার দূরত্বগত পরিমাপ ১০০০ মাইল (৬৩,৩৬০,০০০ ইঞ্চি) এবং তা মানচিত্রে ১ ইঞ্চিতে প্রদর্শন করা হয়। এরূপ মানবিশিষ্ট স্কেল দিয়ে বিশাল আয়তনের অঞ্চলকে ছোট পরিসরে মানচিত্রে প্রদর্শন করা হয়। তাই এ ধরনের মানচিত্রকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলা হয়। সাধারণত গোটা পৃথিবী, দেশ, কোন অঞ্চল বা দেশের বিষয়ভিত্তিক ভূচিত্রাবলি, প্রভৃতি প্রদর্শনে ক্ষুদ্র স্কেলের মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে।
বৃহৎ স্কেলের মানচিত্র [Large Scale Map] বলতে সাধারণত এমন সব মানচিত্রকে বুঝায়, যে সব মানচিত্রে কোন নির্দিষ্ট পরিসর বা স্থানের দূরত্ব বড় করে দেখানো হয়। অর্থাৎ এ ধরনের মানচিত্রে কোন ছোট পরিসর কিংবা এলাকার মানচিত্রে স্থানের দূরত্ব বড় করে দেখানো হয়। এরূপ প্রদর্শনকালে মানচিত্রটির স্কেলের লব রাশির মানও বড় রাখা হয়। যেমন- ১৬ : ১ বা ১৬ ইঞ্চি : ৬৩,৩৬০ ইঞ্চি, এর মানে হল, ১৬ ইঞ্চি = ১ মাইল। এখানে, বাস্তবে কোন এলাকার দূরত্বগত পরিমাপ ১ মাইল (৬৩,৩৬০ ইঞ্চি) এবং তা মানচিত্রে ১৬ ইঞ্চিতে প্রদর্শন করা হয়। এরূপ মানবিশিষ্ট স্কেল দিয়ে কোন এলাকাকে বড় এবং বিস্তৃত পরিসরে মানচিত্রে প্রদর্শন করা হয়। তাই এ ধরনের মানচিত্রকে বৃহৎ স্কেলের মানচিত্র বলা হয়। সাধারণত বাংলাদেশের মৌজা, গ্রাম, ইউনিয়ন, এলাকার বিষয়ভিত্তিক ভূচিত্রাবলি, প্রভৃতি প্রদর্শনে বৃহৎ স্কেলের মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে। [মোঃ শাহীন আলম]
Small Scale Map and Large Scale Map