একনজরে মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি
বাংলাদেশের প্রথম গঠিত অস্থায়ী সরকার হল- মুজিবনগর সরকার।
মুজিবনগর সরকার গঠিত হয়- ১০ এপ্রিল, ১৯৭১ খ্রিস্টাব্দে।
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে- ১৭ এপ্রিল, ১৯৭১ খ্রিস্টাব্দে।
এ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল- মুজিবনগর (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে)।
এ সরকারের সচিবালয় ক্যাম্প অফিস ছিল- ৮ থিয়েটার রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ।
এ সরকারের রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক ছিলেন- শেখ মুজিবুর রহমান।
মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ছিলেন- সৈয়দ নজরুল ইসলাম।
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন- তাজউদ্দীন আহমদ।
মুজিবনগর সরকারকে ভাগ করে- ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে।
মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন- খন্দকার মোশতাক আহমদ।
মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রী ছিলেন- এম মনসুর আলী।
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন- এ এইচ এম কামরুজ্জামান।
মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন- কর্ণেল এম এ জি ওসমানী, এম এন এ।
চীপ অব স্টাফ ছিলেন- কর্ণেল আবদুর রব, এম এন এ।
বিমান বাহিনীর প্রধান ছিলেন- ক্যাপ্টেন এ কে খন্দকার।
সর্বদলীয় উপদেষ্টা কমিটিতে ছিলেন-
১.মাওলানা ভাসানী (চেয়ারম্যান)
২.তাজউদ্দীন আহমদ ( আহবায়ক)
৩.কমরেড মনি সিং (সদস্য)
৪.অধ্যাপক মোজাফফর আহমেদ (সদস্য)
৫.মনোরঞ্জন ধর (সদস্য)
৬.খন্দকার মোশতাক আহমদ (সদস্য)
৭.আবদুল মান্নান, এম এন এ (তথ্য ও বেতার)।
বিশেষ দায়িত্বে নিযুক্ত ছিলেন-
১.অধ্যাপক ইউসুফ আলী, এম এন এ (পুনর্বাসন)
২.আমিরুল ইসলাম, এম এন এ (ভলান্টিয়ার বার)
৩.মতিউর রহমান (বাণিজ্য)। [সংকলিত]
The Formation & Activities of Mujibnagor Government, Bangladesh’s First Govt