লেখনী পর্যালোচনা | Literature Review
October 19, 2019
লেখনী পর্যালোচনা (literature review) বলতে সাধারণত প্রকাশিত ও অপ্রকাশিত বিভিন্ন লেখনী অধ্যয়নকে বুঝায়। লেখনী পর্যালোচনাকে প্রবন্ধ পর্যালোচনাও বলা হয়। প্রবন্ধ পর্যালোচনা গবেষণা কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। যে কোন গবেষক তাঁর গবেষণা কাজের শুরুতে গবেষনা সংশ্লিষ্ট প্রকাশিত ও অপ্রকাশিত বিভিন্ন লেখনী বা প্রবন্ধ অধ্যয়ন এবং পর্যালোচনা করেন। এরূপ লেখনী বা প্রবন্ধ অধ্যয়ন এবং পর্যালোচনার মাধ্যমে গবেষক তাঁর গবেষনা কাজের পরিধি, সীমাবদ্ধতা, যৌক্তিকতা এবং পদ্ধতিগত বিষয়াবলী প্রভৃতি সম্পর্কে একটি কাঠামো গঠন এবং গবেষনার রূপরেখা তৈরি করতে পারেন।