লেনদেনের ভারসাম্যহীনতার কারণ
একটি দেশের বৈদেশিক লেনদেনে অভারসাম্য বা লেনদেনে ভারসাম্যহীনতা নানা কারণে উদ্ভব হতে পারে। লেনদেন উদ্বৃত্তের ভারসাম্যহীনতার কতিপয় গুরুত্বপূর্ণ কারণ নিম্নে আলোচনা করা হলো:
(ক) প্রাকৃতিক কারণ: পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ আছে, যাদের অর্থনীতি কৃষিভিত্তিক। তবে এ কৃষি কাজ প্রকৃতির উপর নির্ভরশীল। এসব উন্নয়নশীল দেশ কৃষিজাত পণ্য রপ্তানি এবং শিল্পজাত পণ্য আমদানি করে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে এসব দেশে বৈদেশিক লেনদেনে ঘাটতি পরিলক্ষিত হয়। আবার অনুকূল আবহাওয়া থাকলে অনেক সময় বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত হতে পারে। অনেক অনুন্নত দেশে প্রাকৃতিক কারণে লেনদেনে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়।
(খ) বাণিজ্য চক্র: বাণিজ্য চক্র লেনদেনের উদ্বৃত্তের ক্ষেত্রে ভারসাম্যহীনতার সৃষ্টি করে। বিদেশে অর্থনৈতিক মন্দা অথচ দেশে সমৃদ্ধি অবস্থায়, একটি দেশের রপ্তানি আয় কম কিন্তু আমদানি ব্যয় বেশি হয়ে লেনদেনে ঘাটতি সৃষ্টি হতে পারে। বিপরীত অবস্থায় দেশটির লেনদেনে উদ্বৃত্ত দেখা দিতে পারে।
(গ) দীর্ঘমেয়াদি কারণ: মূলধন গঠন, জনসংখ্যা বৃদ্ধি, প্রকৌশলগত পরিবর্তন, বাজারের প্রসার, ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়ে লেনদেনের হিসাবে দীর্ঘকালীন ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। একটি উন্নয়নশীল দেশে প্রচুর মূলধন প্রয়োজন হয়। কিন্তু অভ্যন্তরীণ সঞ্চয় দ্বারা মূলধনের যোগান দেয়া সম্ভব হয় না। ফলে আমদানি রপ্তানি অপেক্ষা বেশি হয়। এ অবস্থায় বেশ কিছু দিন ধরে লেনদেন হিসাবে প্রতিকূলতা থেকে যায়। আবার উন্নত দেশের অর্থনীতিতে দীর্ঘকাল অনুকূল অবস্থা বিরাজ করতে পারে।
(ঘ) কাঠামোগত ভারসাম্যহীনতা: একটি দেশের অর্থনীতিতে কাঠামোগত ভারসাম্যহীনতা নিম্নোক্ত কারণে সৃষ্টি হতে পারে:
১। মুলধন ক্ষতি;
২। উৎপাদন প্রকৃতির পরিবর্তন;
৩। চাহিদার প্রকৃতি পরিবর্তন;
৪। বাণিজ্য হারের পরিবর্তন;
৫। বাণিজ্য প্রকৃতির পরিবর্তন; ও
৬। প্রাতিষ্ঠানিক পরিবর্তন। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: জোয়ারদার, সুকেশ চন্দ্র; আলম, মোঃ শাহ; আখতার, সুফিয়া ও ইসলাম, মোঃ নজরুল, (২০২০), আন্তর্জাতিক বাণিজ্য, ঢাকা: মিলেনিয়াম পাবলিকেশন্স, পৃষ্ঠা ১৮১।