শিশির বিন্দু ও শিশির | Dew Point & Dew
শিশির বিন্দু [Dew Point]: সাধারণত যে তাপে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে, সে তাপমাত্রাকে শিশির বিন্দু বা শিশিরাঙ্ক বলে। শিশির বিন্দুর (dew point) সাথে তাপমাত্রার একটি গভীর সম্পর্ক রয়েছে। যখন ২৬০ সেন্টিগ্রেডের অধিক তাপমাত্রার শিশির বিন্দু হয়, তখন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ৭৩% এবং এর অধিক হয়। আবার যখন ১০০ সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রার শিশির বিন্দু হয়, তখন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ২৫% এবং এর কম হয়। যখন ক্রমহৃাসমান অবস্থায় তাপমাত্রার শিশির বিন্দু থাকে, তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রমে ঘনীভবন প্রক্রিয়া শুরু করে।
শিশির [Dew]: শিশির শব্দের আভিধানিক অর্থ হল হিমজল। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল বাতাস বা অন্য কোন শীতল বস্তুর সংস্পর্শে আসলে ক্রমে তাপ হারিয়ে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জল বা পানি কণায় রূপান্তরিত হয়। রূপান্তরিত এ জল বা পানি কণা যখন কোন বস্তুর উপরে জমে থাকে, তখন তাকে শিশির (dew) বলা হয়। সাধারণত শীতের রাতে এবং সকাল বেলা গাছের পাতার বা ঘাসের উপরে শিশির জমে থাকতে দেখা যায়। [সংকলিত]
image source: www.britannica.com/science/dew-point-temperature