শৈত্য তরঙ্গ | Cold Wave
শৈত্য তরঙ্গ [Cold Wave] বলতে শীতকালের (winter season) স্বাভাবিক তাপমাত্রা অতিমাত্রায় হ্রাস পাওয়ার কারণে খুবই শীতল বায়ুর প্রবল প্রবাহকে বুঝায়। সাধারণত মহাদেশীয় জলবায়ু অঞ্চলে এধরনের খুবই শীতল বায়ুর প্রবল প্রবাহ তরঙ্গের মতই আসা এবং যাওয়া করে। এ শৈত্য তরঙ্গ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য অঞ্চলে তাপমাত্রার অস্বাভাবিক পতনকেই ইঙ্গিত প্রদান করে। যুক্তরাষ্ট্রে সাধারণভাবে শীতকালে যে তাপমাত্রা দেখা যায়, এর চেয়ে ১১ ডিগ্রী সেলসিয়াস পতন হলেই শৈত্য তরঙ্গ আসছে বলে চিহ্নিত করা হয়। তবে ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা অঞ্চলে এ হ্রাসমাত্রা হল ৯ ডিগ্রী সেলসিয়াস। বাংলাদেশে এ ধরনের শৈত্য তরঙ্গ সাধারণত প্রতি শীত ঋতুতে (ডিসেম্বর-জানুয়ারী মাসে) দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশি পরিলক্ষিত হয়। এ বছরের শীত ঋতুতে ১১ ডিসেম্বর, ২০২০ তারিখে সর্বপ্রথম বাংলাদেশের পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় শৈত্য তরঙ্গ আঘাত হানে। এ সময় তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। [সংকলিত]
image source: UNB