শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত | Orographic Rainfall
শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত [Orographic Rainfall] বলতে শৈল বা পাহাড় দ্বারা প্রবাহিত বায়ু বাধাপ্রাপ্ত হলে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে সংগঠিত বৃষ্টিপাতকে বুঝায়। অর্থাৎ কোন উঁচু স্থানে বা পর্বত গাত্রে বাধাপ্রাপ্ত হয়ে প্রবাহিত আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বে উত্থিত হয়। এর ফলে বায়ুস্থ জলীয়বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে উঁচু স্থানের বা পর্বতের প্রতিবাত ঢালে ও এর আশেপাশে বৃষ্টিপাত ঘটায়। আর শৈল বা পাহাড় দ্বারা উৎক্ষিপ্ত হয়ে এরকম বৃষ্টিপাত ঘটায় বলে একে শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত বলে। সাধারণত পার্বত্য অঞ্চলেই এধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। আবার বড় বড় শহর বা নগর এলাকার সুউচ্চ ভবনাদির দ্বারা প্রবাহিত বায়ু বাধাপ্রাপ্ত হওয়ার কারণেও এধরনের বৃষ্টিপাত সংগঠিত হতে দেখা যায়। আর একারণেই পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের চেয়ে বৃহৎ নগরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি হয়। [সংকলিত] [মো: শাহীন আলম]