সংগঠিত প্রশ্নমালা | Structured Questionnaire

সংগঠিত প্রশ্নমালা [Structured Questionnaire] বলতে সাধারণত নির্দিষ্ট সংখ্যক উত্তরসহ একাধিক প্রশ্ন নিয়ে সংগঠিত প্রশ্নমালাকে বুঝায়। সংগঠিত প্রশ্নমালাকে আবদ্ধ প্রশ্নমালাও (closed questionnaire) বলা হয়ে থাকে। অর্থাৎ কোন গবেষণা কাজে ব্যবহৃত প্রশ্নমালায় (questionnaire) কতিপয় প্রশ্ন সন্নিবেশিত করা হয়। এসব প্রশ্নের প্রতিটির জন্য নির্দিষ্ট সংখ্যক উত্তর সংযুক্ত করা থাকে। প্রশ্নের সে সব উত্তর থেকে উত্তরদাতাকে তাঁর ইচ্ছা অনুযায়ী উত্তর নির্বাচন করতে হয়। আর এরূপ প্রশ্নমালাকে সংগঠিত প্রশ্নমালা (structured questionnaire) বলে। গবেষণা কাজে ব্যবহৃত সংগঠিত প্রশ্নমালার জন্য উত্তরসহ প্রতিটি প্রশ্নের কাঠামো যে রূপ হয়, সে রূপ একটি প্রশ্ন নিম্নে তুলে ধরা হল।

প্রশ্ন – ১: বন্যার কারণে আপনার এলাকায় কি কি অসুবিধা হয়ে থাকে (টিক চিহ্ন দিন) ?

ক) যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে………………………….

খ) অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়………………………………..

গ) জলাবদ্ধতার সৃষ্টি হয়…………………………………………………

ঘ) জমির মূল্য হ্রাস পায়…………………………………………………

ঙ) অন্যান্য………………………………………………………..(লিখুন)।


Structured Questionnaire


 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *