সমগ্রক | Population

সমগ্রক [Population] বলতে যে কোন গবেষণার বিবেচ্য বিষয়ের সমগ্র তথ্যকে বুঝায়। অর্থাৎ গবেষণার যে বিবেচ্য বিষয়ের উপরে তথ্য সংগ্রহ করা হবে, সে বিবেচ্য বিষয়টির সমগ্র তথ্যই (total information) হল সমগ্রক। এ সমগ্রককে আবার তথ্যবিশ্বও (information universe) বলা হয়। উদাহরণস্বরূপ – বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্থানের উপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক গবেষণা পরিচালনা করা হবে। সমগ্র দেশে বাংলাদেশের সরকার কর্তৃক সংরক্ষিত ৫০০টির অধিক সাংস্কৃতিক ঐতিহ্য স্থান বা পুরাকীর্তি রয়েছে। এছাড়াও অসংরক্ষিত আরও কয়েক শত ঐতিহ্য স্থান বা পুরাকীর্তি রয়েছে। এ বিশাল সংখ্যক সাংস্কৃতিক ঐতিহ্য স্থান বা পুরাকীর্তির প্রত্যেকটিকে আলাদাভাবে জরিপ এবং বিস্তৃতভাবে জরিপ করা অর্থ, সময় ও শ্রম সাধ্য বটে। এমনকি প্রতিটি ঐতিহ্যকে আলাদাভাবে জরিপ এবং বিস্তৃতভাবে জরিপ করা পদ্ধতিগত দিক থেকেও গ্রহণযোগ্য নয়। আর এ জন্য গবেষণা কাজে জরিপের মাধ্যমে নমুনা সংগ্রহ বা নমুনায়নের বিষয়টি গ্রহণ করা হয়। [মো: শাহীন আলম]


সহায়িকা: বাকী, আবদুল, ভুবনকোষ, ২০১৩, সুজনেষু প্রকাশনী, ঢাকা, পৃষ্ঠা ২৮০-২৮১।


 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *