সমপরিবহণ ব্যয়রেখা | Isodapane
January 15, 2022
সমপরিবহণ ব্যয়রেখা [Isodapane] বলতে কোন ভৌগোলিক এলাকার সমান পরিবহণ খরচ বিশিষ্ট একাধিক স্থানকে যোগ করে প্রাপ্ত রেখাকে বুঝায়। সাধারণত কোন বৃহৎ এলাকায় পরিবহণের ন্যূনতম খরচ সমান বিশিষ্ট একাধিক স্থানের প্রতিটি বিন্দুকে যোগ করে মানচিত্রে সমপরিবহণ ব্যয় রেখা অংকন করা যায়। শিল্পালয়ের অবস্থান ব্যাখ্যা করতে ১৯০৪ সালে জার্মান অর্থনীতিবিদ আলফ্রেড ওয়েবার (Alfred Weber) সমপরিবহণ ব্যয়রেখা (Isodapane) ধারণাটি প্রবর্তন করেন। [সংকলিত]
সমপরিবহণ ব্যয়রেখা বলতে কি বুঝায় ?