সাংস্কৃতিক অটলতা | Cultural Persistence
January 7, 2023
সাংস্কৃতিক অটলতা [Cultural Persistence] বলতে সাধারণত প্রতিকূল পরিবেশের মধ্যে যে কোনো সংস্কৃতির টিকে থাকার প্রবণতাকে বুঝায়। অর্থাৎ সাংস্কৃতিক অটলতা হল সময় পরিবর্তনের সাথে সাথে প্রথা, বিশ্বাস, আচরণ, প্রভৃতির মত সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহের অস্তিত্ব টিকে থাকার দৃঢ়তা। কিছু কিছু ক্ষেত্রে, এ ধরনের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুব দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়। অন্য ক্ষেত্রে, এসব বৈশিষ্ট্য আরও দ্রুত এবং নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। [সংকলিত]
✅ সাংস্কৃতিক অটলতা বলতে কি বুঝায়?