সাংস্কৃতিক পশ্চাদপদতা | Cultural Lag

সাংস্কৃতিক পশ্চাদপদতা [Cultural Lag] বলতে সাধারণত নতুন প্রবর্তিত বা উদ্ভাবিত কোন সংস্কৃতি যে কোন সমাজ কর্তৃক গ্রহণে অনাগ্রহ কিংবা বিলম্বে গ্রহণকে বুঝায়। অর্থাৎ নতুন প্রবর্তিত সংস্কৃতির কোন ধ্যান-ধারণা, আচার, অনুষ্ঠান কিংবা প্রযুক্তি যে কোন সমাজের মানুষ সহজে গ্রহণ করতে প্রথমে আগ্রহ দেখায় না। সমাজের মানুষজনের কাছ থেকে নতুন সংস্কৃতির স্বীকৃতি নিতে সময়ের প্রয়োজন হয়। আর নতুন সংস্কৃতি গ্রহণ ‍ও স্বীকৃতির জন্য সমাজের মানুষ যে সময় নেয় কিংবা বিলম্ব করে থাকে, সেটাই হল সাংস্কৃতিক পশ্চাদপদতা। সাধারণত অনগ্রসর সমাজে সাংস্কৃতিক পশ্চাদপদতা বেশি দেখা যায়। তবে অপেক্ষাকৃত অগ্রসর সমাজে সাংস্কৃতিক পশ্চাদপদতা খুবই কম দেখা যায়। [মো: শাহীন আলম]

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *