সামুদ্রিক খিলান | Sea Arch
January 12, 2021
সামুদ্রিক খিলান [Sea Arch] বলতে সমুদ্রের স্থলভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট তোরণকে বুঝায়। অর্থাৎ সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্রের মধ্যে থাকা স্থলভাগের বা সমুদ্রের মধ্যে প্রলম্বিত স্থলভাগের তলদেশ সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয়। ফলে ক্ষয়প্রাপ্ত স্থলভাগটি বৃহৎ আকারের তোরণের (arcade) মত দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর দাঁড়িয়ে থাকা বৃহৎ আকারের এ তোরণকেই সামুদ্রিক খিলান বলে। আবার এ সামুদ্রিক খিলানকে সামুদ্রিক সেতুও (sea bridge) বলা হয়। সামুদ্রিক খিলানকে কেউ কেউ প্রাকৃতিক খিলান (natural arch) এবং সামুদ্রিক সেতুকে প্রাকৃতিক সেতু (natural bridge) বলে থাকেন। [সংকলিত] [মো: শাহীন আলম]
image source: www.britannica.com/science/natural-bridge-geological-formation#ref284732