সাম্প্রতিককালের সুনামি | Recent Tsunamis
সমুদ্রের উপকূলে অথবা তলদেশে ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বিশাল আকারের সমুদ্র তরঙ্গ বিপুল শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়াকে সুনামি (Tsunami) বলে। সুনামির ফলে উপকূল অঞ্চলে মানুষসহ বিভিন্ন প্রাণি নিহত-আহত, ধনসম্পদ ও জনবসতির ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত এরূপ বিধ্বংসী সুনামি সম্পর্কে নিম্নে উপস্থাপন করা হল।
ক) ২০২২ সালে ১৫ জানুয়ারি হুঙ্গা টোঙ্গা – হুঙ্গা হাপাই (Hunga Tonga–Hunga Ha’apai) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত একটি সুনামি সৃষ্টি হয়েছিল। যা সমগ্র প্রশান্ত মহাসাগরকে প্রভাবিত করেছিল এবং আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের কিছু অংশে এটির প্রভাব রেকর্ড করা হয়েছিল। এ সুনামিতে পাঁচজনের নিহত এবং ১৮ জন আহত হয়েছিল। এর মধ্যে – টোঙ্গায় ৩ জন নিহত ও ১৪ জন আহত, পেরুতে ২ জন নিহত, জাপানে ১ জন আহত এবং ক্যালিফোর্নিয়ায় ৩ জন আহত হয়েছিল।
খ) ২০২১ সালের ১২ আগস্ট, ৭.৫ মাত্রার ভূমিকম্পের, কয়েক মিনিট পরে ৮.১ মাত্রার মেনশক দক্ষিণ আটলান্টিকে একটি সুনামি সৃষ্টি হয়েছিল। এ সুনামি তরঙ্গ প্রভাব পর্তুগাল এবং মাদাগাস্কার পর্যন্ত পৌঁছেছিল।
গ) ২০০৪ সালে ২৬ ডিসেম্বর সুমাত্রা দ্বীপের অদূরে ৮.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এ ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ২,৫০,০০ মানুষের প্রাণহানি ঘটে।
ঘ) ১৯৯৮ সালে ১৭ জুলাই ৭.১ মাত্রার ভূমিকম্পের প্রভাবে পাপুয়া নিউগিনিতে সুনামির সৃষ্টি হয়। সৃষ্ট এ সুনামিতে প্রায় ২,১২৩ জন মানুষের প্রাণহানি ঘটে।
ঙ) ১৯৯৪ সালের ৩ জুন ৭.৮ মাত্রার ভূমিকম্পের প্রভাবে কিউরাইল দ্বীপপুঞ্জে এবং জাভাতে সুনামির সৃষ্টি হয়েছিল।
চ) ১৯৯৩ সালে ১২ জুলাই ৭.৮ মাত্রার ভূমিকম্পের প্রভাবে জাপানের হোক্কাইডোতে সুনামি হয় এবং প্রবল ক্ষয়-ক্ষতি সাধিত হয়।
ছ) ১৯৯২ সালের ১২ ডিসেম্বর এশিয়ার অন্যতম দেশ ইন্দোনেশিয়ার বালিতে ৭.৮ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি সংঘটিত হয়। সৃষ্ট এ সুনামিতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়।
জ) ১৯৯২ সালে ১ সেপ্টেম্বর ৭.২ মাত্রার ভূমিকম্পের প্রভাবে মধ্য আমেরিকার অন্যতম দেশ নিকারাগুয়ায় সুনামি আঘাত করে। এ সুনামির ফলে প্রায় ১৩০ লক্ষ মানুষের ঘরবাড়ি ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ঞ) ১৯৬৪ সালের ২৭ মার্চ উত্তর আমেরিকার অন্যতম দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৯.২ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এ ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ট) ১৯৬০ সালের ২২ মে দক্ষিণ আমেরিকার অন্যতম দেশ চিলিতে একাধিক ভূমিকম্প সংঘটিত হয়। যার ফলে প্রশান্ত মহাসাগরে সুনামির সৃষ্টি হয়। সৃষ্ট এ সুনামি প্রশান্ত মহাসাগরের অপর পাড়ে অবস্থিত জাপানে আঘাত করে। এর তরঙ্গের গতিবেগ ছিল ঘন্টায় ৭৫০ কিলোমিটারেরও বেশি। এ সুনামিতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়। [সংকলিত]