স্থাপত্যিক শব্দকোষ | পর্ব – ১
স্থাপত্যিক শব্দকোষ পর্ব-১ এ স্থাপত্য বিষয়ক কতিপয় শব্দের বাংলা ও ইংরেজি পরিভাষাসহ সংক্ষেপে এদের পরিচিতি তুলে ধরা হল:
১. করিডোর (aisle): স্তম্ভশ্রেণী (pillars) দ্বারা আলাদা করা কোন মন্দির বা গির্জার মধ্যভাগ (nave)বরাবর পথ।
২. দেয়াল কুঠরি বা তাক (alcove): দেয়ালের গায়ে খিলানযুক্ত কুঠরি বা কুলুঙ্গি (vaulted niche)। কুঠরি বা কুলুঙ্গির সাথে তাকও থাকতে দেখা যায়।
৩. পূজাবেদী (altar): কোন মন্দির বা গির্জায় ত্যাগ বা উপাসনার (worship) জন্য ব্যবহৃত এক প্রকারের ব্লক (block) বা টেবিল (table)।
৪. আমলাকা (amalaka): সাধারণত কোন স্থাপনার বা মন্দিরের শিখর বা শীর্ষে অবস্থিত একটি খণ্ডিত বা খাঁজকাটা পাথর বা পোড়ামাটি দিয়ে তৈরি চাকতির (disc) রূপ নকশা।
৫. পরিভ্রমণ বা গমনপথ (ambulatory): সাধারণত কোন গীর্জার বা মন্দিরের অভ্যন্তরে হাঁটার জায়গা, এ পরিভ্রমণ বা গমনপথ (ambulatory) হল একটি আচ্ছাদিত পথ।
৬. এপসি (apse): গম্বুজযুক্ত বা ভোল্টেড ছাদ (vaulted roof) সহ কোন স্থাপনা বা গীর্জা বা মন্দিরের একটি অর্ধবৃত্তাকার (semi-circular) বা বহুভুজী প্রক্ষেপণ (polygonal projection)।
৭. আরবীয় নকশা (arabesque): লতাপাতা ফুল ইত্যাদির চিত্র-বিচিত্র বক্ররেখা বিজড়িত অলংকরণ।
৮. তোরণ (arcade): স্তম্ভের উপরে অবলম্বন করে দণ্ডায়মান খিলানযুক্ত পথ।
৯. আসন (asan): দেবদেবীর বসার ভঙ্গী। যেমন- পদ্মাসন। [সংকলিত]