স্পেস-টাইম গ্রাফ | Space-Time Graph
October 20, 2019

স্পেস-টাইম গ্রাফ (space-time graph) বলতে পরিসর ও সময় মাত্রার প্রেক্ষাপটে সৃষ্ট গ্রাফ (graph) কে বুঝায়। এ ধরনের গ্রাফের উলম্ব (vertical) রেখায় পরিসর এবং আনুভূমিক (horizontal) রেখায় সময় মাত্রা প্রদর্শিত হয়। একই সাথে স্থান ও সময়ের সাথে সংশ্লিষ্ট প্রপঞ্চের (phenomena) বন্টন এ ধরনের গ্রাফে দেখানো হয়ে থাকে।