হরিণমারী শিব মন্দির | ঠাকুরগাঁও

হরিণমারী শিব মন্দির

অবস্থান | Location

হরিণমারী শিব মন্দির ঠাকুরগাঁও জেলাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী নামক গ্রামের হরিণমারী হাটের উপরে অবস্থিত। ঠাকুরগাঁও জেলার শিব মন্দিরটির জিও কো-অর্ডিনেট (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) হল 26°08’03.1″ N 88°13’26.1″ E (26.134191, 88.223927)

স্থাপত্যিক বিবরণ | Architectural Description

হরিণমারী শিব মন্দিরটি বাংলা মন্দির স্থাপত্য শিল্পের চারচালা প্রকৃতির (four roof type)। চারচালা এ মন্দিরটি একটি উঁচু প্ল্যাটফর্মের (platform) উপরে নির্মিত হয়েছে। মন্দিরটির চারচালার কার্ণিসটি (cornice) আলতোভাবে বেঁকে রয়েছে। দক্ষিণ দেয়ালে এটির একটি মাত্র প্রবেশপথ রয়েছে। বর্গাকার ভূমি পরিকল্পনার এ মন্দিরের প্রতিটি পাশের পরিমাপ ৪.২৫ মিটার। মন্দিরটির উচ্চতা প্রায় ৯ মিটার। প্রবেশপথবিশিষ্ট সম্মুখ দেয়ালটি পোড়ামাটির অলঙ্ককৃত ফলক দিয়ে সজ্জিত রয়েছে। প্রবেশ পথের দেয়ালে পোড়ামাটির ফলকে (terracotta plaque) লতাপাতার নকশার সাথে বিভিন্ন মূর্তির প্রতিকৃতি ছিল। যার অধিকাংশ অপরিকল্পিত সংস্কারের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ মন্দিরটি বেশ খানিকটা নিচের দিকে মাটির মধ্যে বসে গেছে। মন্দিরের পূর্বদিকে বড় একটি পুকুর রয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট | Historical Background

হরিণমারী শিব মন্দিরটির নির্মাণকাল সম্পর্কে তেমন কোন লিখিত প্রমাণ পাওয়া যায়। এছাড়া এর কোন শিলালিপি পাওয়া যায়নি। কেউ কেউ এ মন্দিরটির বয়স ৩ শত থেকে ৪ শত বছর বলে উল্লেখ করে থাকে। তবে হরিণমারী এ শিব মন্দিরের স্থাপত্যশৈলীর সাথে খ্রিস্টীয় ১৮ শতকে নির্মিত সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুলে অবস্থিত চারচালাবিশিষ্ট বড় শিব মন্দির, নড়াইলের চাকলানবিশ মন্দিরগুচ্ছের চারচালাবিশিষ্ট শিব মন্দির ও যশোর জেলার ধুলগ্রামে অবস্থিত চারচালাবিশিষ্ট রগুনাথ মন্দিরের মিল খুঁজে পাওয়া যায়।

লেখক: মো: শাহীন আলম

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *