হাওর | Wet Land
March 26, 2021
হাওর [Wet Land] বলতে সাধারণত জলময় বিস্তীর্ণ প্রান্তর বা বিলকে বুঝায়। আবার কারো কারো মতে, হাওর হল এক ধরনের হ্রদ বিশেষ। বাংলাদেশের সিলেট অববাহিকা অঞ্চলের অবনমিত ভূ-ভাগকে স্থানীয়ভাবে হাওর বলা হয়। হাওর এমন ধরনের জলাভূমি বা অবনমিত নিম্নভূমি, যাতে সারা বছর কিংবা বছরের প্রায় ৬ – ৮ মাসব্যাপী পানিপূর্ণ থাকে। আবার দেখা যায় যে, শুকনো মৌসুমে পুরো হাওর শুকিয়ে গেলেও হাওরের মাঝে মাঝে থাকা সবচেয়ে গভীর অংশগুলোতে পানি বিরাজ করে। উদাহরণস্বরূপ – বাংলাদেশের সিলেট জেলার হাকালুকি হাওর ও সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরের কথা উল্লেখ করা যায়। [সংকলিত]