হেস্তনেস্ত – শব্দের উদ্ভব ও বিকাশ
October 19, 2022
হেস্তনেস্ত শব্দটির অর্থ হল ‘চরম বোঝাপড়া’। ফারসি ভাষার শব্দ ‘হাসতো-নিস্ত’ থেকে বাংলায় হেস্তনেস্ত শব্দটি এসেছে। ফারসি ভাষায় হাসতো-নিস্ত শব্দটির অর্থ হল হওয়া না হওয়া অথবা থাকা না থাকা। ফারসি ভাষায় এ শব্দটি দিয়ে চরম অনিশ্চয়তাকে বুঝায়। তবে বাংলা ভাষাতে হেস্তনেস্ত শব্দটি দিয়ে কোন বিষয়ে খুব জোরালো ভাব, চরম বোঝাপড়া, এস্পার-ওস্পার বা শেষ নিষ্পত্তি এবং চূড়ান্ত ব্যাপার অর্থ প্রকাশে ব্যবহার করা হয়। এ কারণে লোকজনের মুখে প্রায়ই শুনতে পাওয়া যায়, আজ একটা হেস্তনেস্ত হয়ে যাক; অথবা আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। বাংলা ভাষী মানুষের মুখে এ ধরনের কথা কোন ঘটনা ঘটানোর শুরুতে প্রায়ই শুনতে পাওয়া যায়। মানুষের মুখে আরও শুনা যায়, সমস্যা ধরে না রেখে তার একটা হেস্তনেস্ত হয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। [সংকলিত]