উচ্চ-মধ্য-নিম্ন অক্ষাংশ | High-Mid-Low Latitude
উচ্চ অক্ষাংশ [High Latitude] বলতে পৃথিবীর মেরু প্রদেশের নিকটবর্তী অক্ষাংশসমূহকে বুঝায়। সাধারণত নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ পাশে পৃথিবীর ৬০০ থেকে ৯০০ ডিগ্রী অক্ষরেখা পর্যন্ত উচ্চ অক্ষাংশ হিসেবে পরিচিত।
নিম্ন অক্ষাংশ [Low Latitude] বলতে পৃথিবীর নিরক্ষরেখার নিকটবর্তী অক্ষাংশসমূহকে বুঝায়। সাধারণত নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ পাশে পৃথিবীর ০০ থেকে ৩০০ ডিগ্রী অক্ষরেখা পর্যন্ত নিম্ন অক্ষাংশ হিসেবে পরিচিত। [সংকলিত]
মধ্য অক্ষাংশ [Mid Latitude] বলতে পৃথিবীর উচ্চ ও নিম্ন অক্ষাংশের মধ্যবর্তী অক্ষাংশসমূহকে বুঝায়। সাধারণত নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ পাশে পৃথিবীর ৩০০ থেকে ৬০০ ডিগ্রী অক্ষরেখা পর্যন্ত মধ্য অক্ষাংশ হিসেবে পরিচিত। আবার উচ্চ ও নিম্ন অক্ষাংশের মধ্যবর্তী পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলকে মধ্য অক্ষাংশ (মধ্যাক্ষাংশ) বলা হয়। [সংকলিত]
সহায়িকা:
১। বাকী, আবদুল, ভুবনকোষ, ২০১৩, সুজনেষু প্রকাশনী, ঢাকা।
উচ্চ, মধ্য, ও নিম্ন অক্ষাংশ কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL