অঞ্চল | Region
September 16, 2018
অঞ্চল (region) বলতে এক বা একাধিক সমধর্মী বা সমবৈশিষ্ট্য সম্পন্ন বিস্তৃত একককে বুঝায়। প্রাকৃতিক কিংবা সামাজিক যে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিত একটি বিস্তৃত এলাকা। আবার অঞ্চল বলতে যে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভৌগোলিক এলাকার পারিসরিক শ্রেণী বিভাজনও বলা যায়। যেমন- বনাঞ্চল, শিল্পাঞ্চল প্রভৃতি। বনাঞ্চল বলতে সাধারণত অনেক গাছপালা নিয়ে গড়ে উঠা বিস্তৃত একটি এলাকাকে চিহ্নিত করা হয়ে থাকে। আবার শিল্পাঞ্চল বলতে অনেক কলকারখানা এবং শ্রমিক নিয়ে গড়ে উঠা নির্দিষ্ট একটি এলাকাকে চিহ্নিত করা হয়।
অঞ্চল বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL