অতিবেগুনী রশ্মি | Ultraviolet Ray (UV)

অতিবেগুনী রশ্মি হল এক ধরনের তড়িৎ-চুম্বকীয় (Electromagnetic) বিকিরণ। যার তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে ছোট এবং রঞ্জন রশ্মির চেয়ে বড়। এ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ১০০ থেকে ৪০০ ন্যানোমিটার এবং শক্তি ৩ থেকে ১২৪ ইলেক্ট্রো-ভোল্ট। সাধারণত এ রশ্মি মানুষের চোখে দেখা যায় না। তাছাড়া এ রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায় না। বায়ুমণ্ডলের ওজন (ozone) স্তর এ রশ্মিকে শুষে নেয়। তবে এ রশ্মির কিছু বিকিরণ সবচেয়ে উঁচু পর্বতের চূড়ায় এসে পৌঁছায়। অতিবেগুনী রশ্মি ওজন স্তরকে ভেদ করে পৃথিবীর কিছু কিছু স্থানের ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়। এ স্থানসমূহের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। এ রশ্মিটি অনেক শক্তিশালী এবং মানুষের দেহের চামড়ায় ব্যাপক ক্ষতিসাধন করতে পারে। ১৮০১ খ্রিস্টাব্দে জার্মান পদার্থ বিজ্ঞানী জন উইলহেলম রিটার (Johann Wilhelm Ritter) অতিবেগুনী রশ্মি আবিষ্কার করেন।
অতিবেগুনী রশ্মি
Follow Us on Our YouTube channel: GEONATCUL