ভূ-পৃষ্ঠের ঊর্ধ্বভাঁজ ও অধোভাঁজ কাকে বলে?
April 30, 2019

ভূমিরূপবিদ্যায় ঊর্ধ্বভাঁজ (anticline) বলতে ভূ-পৃষ্ঠের উপরিভাগে সৃষ্ট ভাঁজকে বুঝায়। অর্থাৎ যে কোনো কারণে ভূ-অভ্যন্তরের গভীর চাপের ফলে ভূ-পৃষ্ঠের উপরিভাগে ঊর্ধ্বমুখী ভাঁজের সৃষ্টি হয়। সৃষ্ট এ ভাঁজকে ভূমিরূপবিদ্যায় ঊর্ধ্বভাঁজ বা ঊর্ধ্ব ভঙ্গ (anticline) বলা হয়। ভূ-পৃষ্ঠে দুই বা ততোধিক ঊর্ধ্বভাঁজ (anticline) সৃষ্টি হলে দুটি ঊর্ধ্বভাঁজের মাঝখানে ভূমির নিম্নমুখী ভাঁজের সৃষ্টি হয়। ভূ-পৃষ্ঠে সৃষ্ট এ নিম্নমুখী ভাঁজকে ভূমিরূপবিদ্যায় অধোভঙ্গ বা অন্থ:ভাঁজ বা অবতল ভাঁজ (syncline) বলা হয়। [সংকলিত]
ভূ-পৃষ্ঠের ঊর্ধ্বভাঁজ (anticline) ও অধোভাঁজ (syncline) সৃষ্টির জন্য প্লেট টেকটনিক শক্তি (plate-tectonic force) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। [সংকলিত]
ভূ-পৃষ্ঠের ঊর্ধ্বভাঁজ ও অধোভাঁজ
Follow Us on Our YouTube channel: GEONATCUL
One Comment
post is awesome .. but i think i need more explanation.. however thank u very much