অনিয়মিত বায়ু | Irregular Wind
March 14, 2021

অনিয়মিত বায়ু [Irregular Wind] বলতে সাধারণত কোনো স্থানে আকস্মিকভাবে সৃষ্ট বায়ুপ্রবাহকে বুঝায়। তাপ ও চাপের পার্থক্যের জন্য কোনো স্থানে আকস্মিক বায়ু প্রবাহের সৃষ্টি হয়, সৃষ্ট এ বায়ু প্রবাহকেই অনিয়মিত বায়ু বলে। এ বায়ুকে আকস্মিক বায়ুও বলা হয়। এ বায়ুর প্রবাহের বা আসা-যাওয়ার কোনো বাঁধা ধরা নিয়ম থাকে না। অনিয়মিত বায়ু বা আকস্মিক বায়ুকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যেমন – (১) ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাত এবং (২) প্রতীপ ঘূর্ণিবাত, প্রভৃতি। [সংকলিত]
অনিয়মিত বায়ু বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL