অনুন্নত অর্থনীতি | Underdeveloped Economy
অনুন্নত অর্থনীতি [Underdeveloped Economy] বলতে সাধারণত অনুন্নত বা উন্নয়নশীল অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায়। অনুন্নত অর্থনীতি হল এমন অর্থনৈতিক বৈশিষ্ট্য, যেখানে স্বৈরতান্ত্রিক ও সামরিক একনায়কতন্ত্র, ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতিবাজ ও অদক্ষ প্রশাসন, ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থা, নিম্ন প্রবৃদ্ধির হার, মন্থর বিনিয়োগ হার, মন্থর শিল্পায়ন, কৃষির উপরে নির্ভরশীলতা প্রভৃতি অবস্থা বিরাজ করে। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এবং বৈদেশিক সাহায্য নির্ভরতাও এ অর্থনীতির কতিপয় বৈশিষ্ট্য। যেমন- এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাসহ তৃতীয় বিশ্বভুক্ত দেশসমূহে এ ধরণের অর্থনৈতিক অবস্থা বিরাজ করতে দেখা যায়। মিয়ানমার, সোমালিয়া, মেক্সিকো, প্রভৃতি দেশের অর্থনীতি প্রায় এ শ্রেণির অর্থনীতিরই উৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে। বাংলাদেশ, ভারতসহ কতিপয় উন্নয়নশীল দেশ অনুন্নত অর্থনীতি থেকে উত্তরণের চেষ্টা করে যাচ্ছে। [সংকলিত]
অনুন্নত অর্থনীতি
Follow Us on Our YouTube channel: GEONATCUL