অনু-জীববিদ্যা | Microbiology
অনু-জীববিদ্যা বা মাইক্রোবায়োলজি [Microbiology] শব্দটি তিনটি পৃথক শব্দ থেকে এসেছে- মাইক্রো (Micro) (ছোট), বায়োক্স (Bios) (জীবন), এবং লোগো (Logos) (জ্ঞান)। সুতরাং মাইক্রোবায়োলজি মানে ক্ষুদ্র জীবের অধ্যয়ন।
অর্থাৎ অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি হলো আণুবীক্ষণিক জীবের অধ্যয়ন। এটি হলো অণুজীবের অধ্যয়ন, যেগুলি এককোষী, বহুকোষী, বা অ্যাসেলুলার (কোষের অভাব)। যেমন – ব্যাকটেরিয়া, ভাইরাস, আর্কিয়া, ছত্রাক এবং প্রোটোজোয়া। এই শৃঙ্খলার মধ্যে জৈব রসায়ন, শারীরবিদ্যা, কোষ জীববিজ্ঞান, বাস্তুবিদ্যা, বিবর্তন এবং অণুজীবের ক্লিনিকাল দিকগুলির উপর মৌলিক গবেষণা অন্তর্ভুক্ত রয়েছে।
মাইক্রোবায়োলজির দুটি প্রধান ক্ষেত্র রয়েছে। যথা :-
1. বিশুদ্ধ মাইক্রোবায়োলজি (Pure Microbiology) এবং
2. ফলিত মাইক্রোবায়োলজি (Applied Microbiology)
শ্রেণীবিভাগের ভিত্তিতে বিশুদ্ধ অনু-জীববিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত হলো:
ব্যাকটিরিওলজি (Bacteriology)
মাইকোলজি (Mycology)
ফিকোলজি (Phycology)
ভাইরোলজি (Virology)
প্রোটোজোলজি (Protozoology)
ইমিউনোলজি (Immunology)
মাইক্রোবিয়াল সাইটোলজি (Microbial cytology)
মাইক্রোবিয়াল ফিজিওলজি (Microbial physiology)
মাইক্রোবিয়াল জেনেটিক্স (Microbial genetics)
মাইক্রোবিয়াল ইকোলজি (Microbial ecology)
মাইক্রোবিয়াল ট্যাক্সোনমি (Microbial taxonomy)
সেলুলার মাইক্রোবায়োলজি (Cellular Microbiology)
আণবিক মাইক্রোবায়োলজি (Molecular Microbiology)
ফলিত অনু-জীববিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত হলো:
মেডিকেল মাইক্রোবায়োলজি (Medical Microbiology)
ভেটেরিনারি মাইক্রোবায়োলজি (Veterinary Microbiology)
জনস্বাস্থ্য মাইক্রোবায়োলজি (Public Health Microbiology)
ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি (Industrial Microbiology)
ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি (Pharmaceutical Microbiology)
কৃষি মাইক্রোবায়োলজি (Agriculture Microbiology(
উদ্ভিদ মাইক্রোবায়োলজি (Plant Microbiology)
মৃত্তিকা মাইক্রোবায়োলজি (Soil Microbiology)
খাদ্য এবং দুগ্ধ মাইক্রোবায়োলজি (Food and Dairy Microbiology)
পরিবেশগত মাইক্রোবায়োলজি (Environmental Microbiology)
জল/জলজ মাইক্রোবায়োলজি (Water/Aquatic Microbiology)
অ্যারো-মাইক্রোবায়োলজি (Aero-microbiology)
মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি (Microbial Biotechnology)
টিকাবিদ্যা (Vaccinology)
এবং কেমোথেরাপি (Chemotherapy)। [ইশরাত জাহান মিম]
সহায়িকা : H. al- Hasin, Dr. Md. Tanvir Islam, Microbiology & Parasitology, Diploma in Nursing Science and Midwifery(2017), (1st year), Neuron Publication, Page: 2 – 4.
What is Microbiology?
Follow Us on Our YouTube channel: GEONATCUL