অন্তরীপ | Cape
November 2, 2018

অন্তরীপ (cape) বলতে সমুদ্রের মধ্যে প্রসারিত বৃহৎ কোন ভূ-খণ্ড বা মহাদেশের সংকীর্ণ অগ্রভাগকে বুঝায়। অর্থাৎ বৃহৎ কোন ভূ-খণ্ড বা মহাদেশ থেকে সমুদ্রের মধ্যে প্রলম্বিত ভূ-খণ্ড। যেমন- আফ্রিকা মহাদেশের উত্তমাশা অন্তরীপ (the cape of good hope)। সাধারণত ঢেউয়ের আঘাতে ক্ষয়ের ফলে এরূপ ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে।
অন্তরীপ বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL