অপ্রবেশ্য শিলা | Impermeable Rock
November 11, 2018
অপ্রবেশ্য শিলা (impermeable rock) বলতে কঠিন, দৃঢ় ও ছিদ্রহীন শিলার স্তরকে বুঝায়। সাধারণত এরূপ শিলাস্তরকে বেধ করে পানি ভূ-ত্বকে কিংবা ভূ-অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। যেমন- কাদা (clay), ব্যাসল্ট (basalt) প্রভৃতি উল্লেখ্যযোগ্য অপ্রবেশ্য শিলা। পৃথিবী পৃষ্ঠে এবং ভূ-অভ্যন্তরে এরূপ শিলাস্তর কম বেশি দেখা যায়।
অপ্রবেশ্য শিলা বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL