অবকাশ পল্লী | Holiday Village

অবকাশ পল্লী [Holiday Village] বলতে আকর্ষণীয় কোন স্থানে অবসর সময় কাটানোর জন্য গড়ে ওঠা এক ধরনের বসতিকে বুঝায়। সাধারণত পার্বত্যাঞ্চল, সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক স্থান ও পুরাকীর্তি, বনাঞ্চল প্রভৃতিকে কেন্দ্র করে অবকাশ পল্লী গড়ে উঠে। এ ধরনের অবকাশ পল্লীতে আগতদের জন্য বিশেষ আবাসন সুবিধা, ফুলের বাগান, গাড়ি পার্কিং সুবিধা, বিভিন্ন ধরনের দোকান দেখা যায়। যে সব দেশে অতিমাত্রায় নগরায়ন হয়, সে সব দেশের পৌরবাসীদের জন্য অবকাশ পল্লী বেশি গড়ে উঠতে দেখা যায়। অবকাশ পল্লীগুলোকে আবার ভ্যাকেশন ভিলেজ [Vacation Village], টুরিস্ট রিজ্যরটও [Tourist Resort] বলা হয়ে থাকে। যেমন- বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকত; সিলেটের পাহাড়িয়া অঞ্চল ও চা বাগান; রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য অঞ্চল প্রভৃতিকে কেন্দ্র করে বহু অবকাশ পল্লী গড়ে উঠেছে।
অবকাশ পল্লী কি?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL