অবক্ষয় | Degradation
October 7, 2019
ভূ-বিজ্ঞানে সাধারণত নেতিবাচকভাবে প্রাকৃতিক পরিবেশের যে কোনো প্রকারের পরিবর্তনকে অবক্ষয় (degradation) বলা হয়। এ অবক্ষয় যেমনি প্রাকৃতিক উপায়ে হতে পারে, তেমনি মানব সৃষ্টও হতে পারে। মানব সৃষ্ট অবক্ষয়ের উদাহরণস্বরূপ বলা যায় যে, বাংলাদেশের সিলেটের ঝাফলং এলাকার নদীবক্ষ থেকে বালু উত্তোলন পরিবেশের ক্ষতি সাধন করছে। যা সিলেটের ঝাফলং এলাকার পরিবেশের জন্য এক প্রকারের অবক্ষয় বলা যেতে পারে।
তবে, অবক্ষয় শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করতে দেখা যায়। যেমন- সামাজিক অবক্ষয় (social degradation); এখানে, কোনো একটি সমাজের ক্ষয়িষ্ণু সামাজিক মূল্যবোধের কথা বলা হয়েছে।
অবক্ষয় কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL