অবনমন | Subsidence
September 13, 2019
ভূ-বিজ্ঞানে অবনমন [Subsidence] বলতে সাধারণত ভূ-পৃষ্ঠের কোনো অংশ আশেপাশের এলাকার তুলনায় নিচে নেমে যাওয়াকে বুঝায়। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রভৃতি নানাবিধ প্রাকৃতিক কারণে ভূ-পৃষ্ঠের অবনমন ঘটে থাকে। মানুষের বিভিন্ন প্রকারের কৃত্রিম কর্মকান্ডের ফলেও ভূ-পৃষ্ঠের অবনমন হতে পারে। যেমন- বাংলাদেশের বগুড়া ও তৎসংলগ্ন এলাকায় মাটির নিচ থেকে প্রচুর বালু উত্তোলন করা হয়। ফলে এখানকার ভূমির উচ্চতা আশেপাশের ভূমি থেকে প্রায় ৫ – ৬ মিটার অবনমন হয়েছে।
অবনমন বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL