অবস্থানজনিত ওজন (locational weight) বলতে প্রতি একক উৎপন্ন দ্রব্যের জন্য যে পরিমাণ কাঁচামাল বহন করতে হয়, তার মোট ওজনকে বুঝায়। ওয়েবার অবস্থানজনিত ওজন ধারণাটি প্রদান করেন। তিনি তাঁর শিল্পালয়ের অবস্থান তত্ত্ব ব্যাখ্যা করতে এ ধারণাটি সৃষ্টি করেন।
অবস্থানজনিত ওজন কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL