অবস্থান তত্ত্ব | Location Theory

অবস্থান তত্ত্ব [Location Theory] বলতে কোন বাড়ি, শিল্প প্রতিষ্ঠান, বাজার, কৃষি ভূমি ব্যবহার প্রভৃতি অর্থনৈতিক কর্মকাণ্ড কোথায় অবস্থিত হওয়া বেশি যুক্তি সঙ্গত তা নিয়ে সুচিন্তিত সিদ্ধান্তকে বুঝায়। অর্থনীতিবিদ ও ভূগোলবিদগণ শহর বা নগর শিল্প বাজার, কৃষি ভূমি ব্যবহার কোথায় হওয়া উচিৎ সে সম্পর্কে বিভিন্ন সময়ে দীর্ঘ তাত্ত্বিক আলোচনা করেছেন।

সে সব তাত্ত্বিক আলোচনার মধ্যে ১৮২৬ সালে ফন থুনেনের (Von Thunen) কৃষি অবস্থান তত্ত্ব, ১৮৯৯ সালে আলফ্রেড ওয়েবারের (Alfred Weber) শিল্প অবস্থান তত্ত্ব এবং ১৯৩৩ সালে ওয়াল্টার ক্রিস্টলারের (Walter Christler) নগর কাঠামোর কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। এ তিনটির তত্ত্বে মধ্যে একটি বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়। তা হল তিনটি তত্ত্বেই অবস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। ফন থুনেন কৃষির অবস্থান নিয়ে, আলফ্রেড ওয়েবার শিল্পের অবস্থান নিয়ে এবং ওয়াল্টার ক্রিস্টলার সেবা কেন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা করেছেন। [সংকলিত]


অবস্থান তত্ত্ব বলতে কি বুঝ?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply