অবাধ বাণিজ্য এলাকা
April 16, 2021
অবাধ বাণিজ্য এলাকা [Free Trade Area] বলতে সাধারণত সম্পাদিত চুক্তির অধীন গঠিত একটি আন্ত:রাষ্ট্রীয় বাণিজ্য এলাকাকে বুঝায়। অর্থাৎ কতিপয় রাষ্ট্র চুক্তির মাধ্যমে আন্ত:রাষ্ট্রীয় বাণিজ্য এলাকা গড়ে তুলে, যেখানে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন হয়। এরূপ বাণিজ্যিক লেনদেনের জন্য রাষ্ট্রীয় বিধি-নিষেধ; যেমন- আমদানি ও রপ্তানি কর (tax), কোটা, প্রভৃতি তুলে দেয়া হয়। উদাহরণস্বরূপ- ইউরোপ মহাদেশের ইউরোপীয় ইউনিয়ন (EU) ভূক্ত দেশসমূহের মধ্যে অবাধ বাণিজ্য এলাকা রয়েছে। [সংকলিত]
অবাধ বাণিজ্য এলাকা বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL