অভিগমন : বহির্বাসন ও অভিবাসন
অভিগমন (migration): কোন ব্যক্তি বা জনগোষ্ঠী কর্তৃক স্থায়ী বা অস্থায়ীভাবে বাসস্থান পরিবর্তন করাকে অভিগমন (migration) বলে। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, কমপক্ষে ১ বছর সময়ের জন্য বাসস্থানের যে কোন প্রকারের পরিবর্তন করাকে অভিগমন বলা হয়। অভিগমনের বিষয়টি সময় ও দূরত্বের উপর নির্ভরশীল। সময়ের ভিত্তিতে অভিগমনকে ঋতুভিত্তিক, সাময়িক, স্থায়ী, অস্থায়ী প্রভৃতি ভাগে দেখানো হয়ে থাকে। আবার দূরত্বের উপর ভিত্তি করে অভিগমনকে স্থানীয়, আঞ্চলিক, অভ্যন্তরীণ, বৈদেশিক, মহাদেশীয় প্রভৃতি ভাগে ভাগ করা হয়ে থাকে। অভিগমনের ক্ষেত্রে দু’টি দিক লক্ষ্য করা যায়। যেমন-
১. অন্য স্থানে চলে যাওয়া এবং
২. অন্য স্থান থেকে চলে আসা।

বহির্বাসন (emigration): কোন ব্যক্তি বা জনগোষ্ঠী কর্তৃক স্থায়ী বা অস্থায়ীভাবে অন্য স্থানে চলে যাওয়াকে বহির্বাসন (emigration) বলা হয়। উদাহরণস্বরূপ- বাংলাদেশ থেকে কোন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেল, এটি হল বাংলাদেশের দিক থেকে বহির্বাসন।
অভিবাসন (immigration): কোন ব্যক্তি বা জনগোষ্ঠী কর্তৃক স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের জন্য অন্য স্থানে চলে আসাকে অভিবাসন (immigration) বলা হয়। উদাহরণস্বরূপ- বাংলাদেশ থেকে কোন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেল, এটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে অভিবাসন। [মো. শাহীন আলম]
অভিগমন : বহির্বাসন ও অভিবাসন
Follow Us on Our YouTube channel: GEONATCUL