অর্গ্যান অব কর্টি | Organ of Corti

অর্গ্যান অব কর্টি [Organ of Corti] হল একটি শ্রুতি গ্রাহক অঙ্গ। এ অঙ্গটি বহু সংখ্যক কৈশ কোষ (hair cells) দিয়ে গঠিত। আবার, কৈশ কোষসমূহকে শ্রুতি গ্রাহক কোষ (hair receptor cell) বলা হয়ে থাকে। শ্রুতি গ্রাহক কোষে সর্বমোট ৪টি সারি থাকে। এ সারিগুলোর মধ্যে – (ক) এক সারিতে অন্তঃস্থ কৈশ কোষ এবং (খ) অপর তিন সারিতে বহিঃস্থ কৈশ কোষ রয়েছে। মানুষের প্রতিটি ককলিয়ায় (cochlea) প্রায় ৩,৫০০টি অন্তঃস্থ কৈশ কোষ এবং ২০,০০০টি বহিঃস্থ কৈশ কোষ থাকে। এসব কৈশ কোষের কেশ সাধারণত রেটিকুলার ল্যামিনা (reticular lamina) নামক ঝিল্লির মধ্যে প্রোথিত এবং কর্টির রড দিয়ে অবলম্বন করে থাকে। অর্গ্যান অব কর্টির কৈশ কোষসমূহ সাধারণত পাতলা ও প্রসারিত থাকে। এ কৈশ কোষসমূহ টেকটোরিয়াল ঝিল্লি (tectorial membrane) দিয়ে আবৃত থাকে। [সংকলিত]
অর্গ্যান অব কর্টি কি?
image source: Organ of Corti
Follow Us on Our YouTube channel: GEONATCUL