অর্থকরী ফসল | Cash Crop
September 26, 2018

যে সব ফসল অর্থ লাভের উদ্দেশ্যে চাষ করা হয়, সে সব ফসলকে অর্থকরী ফসল (cash crop) বলা হয়। কৃষক সাধারণত অর্থকরী ফসল নিজের পরিবারের ভোগের জন্য ব্যবহার করে না। বরং উৎপাদিত বেশির ভাগ ফসল বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে। যেমন- বাংলাদেশের প্রেক্ষিতে চা, পাট, তামাক প্রভৃতি অর্থকরী ফসল।
সহায়িকা: বাকী, আবদুল, ভুবনকোষ, সুজনেষী প্রকাশনী: ঢাকা, ২০১৩, পৃষ্ঠা ৩।
অর্থকরী ফসল কাকে বলে?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL