অর্থনীতির পরিভাষায় খাজনা (rent) কি?

সাধারণ অর্থে বাড়ি, গাড়ি, মেশিন ও ভূমি ব্যবহারের জন্য এদের মালিককে যে অর্থ দেয়া হয়, তাকে খাজনা (rent) বলে। তবে অর্থনীতিতে খাজনা একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যে সব দ্রব্য মৌলিক বা প্রকৃতিগত এবং যাদের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, তাদের ব্যবহারের বিনিময়ে মালিককে যে অর্থ দেয়া হয় তাকে অর্থনীতিতে খাজনা বলে। এ অর্থে জমি, মৎস্য খামার, খনি, বন, ইত্যাদি প্রাকৃতিক সম্পদ হতে প্রাপ্ত উদ্বৃত্ত আয়কে খাজনা বলে ।

David Ricardo এর মতে, ‘খাজনা হলো ভূমির উৎপাদনের সে অংশ, যা ভূমির মৌলিক ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমির মালিককে দেয়া হয়।’

মার্শাল এর মতে, ‘জমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ হতে যে আয় হয়, তাকে খাজনা বলে।’

জোয়ান রবিনসনের মতে, ‘উৎপাদনের কোনো উপাদানকে এর কাজে নিয়োগ করতে ন্যূনতম যে পারিশ্রমিক প্রয়োজন হয় তার চেয়ে সে যে উদ্বৃত্ত আয় করে, তাই হলো খাজনা।’

অধ্যাপক G. Stigler এর মতে, ‘উপাদানের সুযোগ ব্যয়ের অতিরিক্ত আয়কে খাজনা বলা হয়।’

Classical অর্থনীতিবিদগণের মতে, ‘কৃষকগণ কেবল জমি ব্যবহারের জন্য উৎপাদন খরচের অতিরিক্ত যে উদ্বৃত্ত আয় মালিককে দেয়, তাই অর্থনৈতিক খাজনা।’

আধুনিক অর্থনীতিবিদগণের মতে, ‘উৎপাদনের কোনো উপাদান তার সর্বনিম্ন যোগান দাম অপেক্ষা অতিরিক্ত আয় করলে, সে অতিরিক্ত আয়ই হলো খাজনা।’

অতএব বলা যায়, ভূমির যোগানের সীমাবদ্ধতার কারণে এর মালিক ভূমি ব্যবহারকারীর নিকট হতে যে অর্থ আদায় করে, উহাই খাজনা। [শারমিন জাহান সায়মা]


সহায়ক বই: ইসলাম, ড. নুর; খায়ের, আবুল; (জানুয়ারি, ২০২২); ব্যষ্টিক অর্থনীতি; ঢাকা: ডি ইউনাইটেড পাবলিশার্স; পৃষ্ঠা – ৫২৭।


Follow Us in Our YouTube channel: GEONATCUL


Leave a Reply