অর্থনীতি কি?
অর্থনীতিকে ইংরেজিতে Economics বলা হয়। আর এই ইকোনোমিকস (economics) শব্দটি গ্রিক শব্দ ‘ওইকোনোমিয়া’ (oikonomia) থেকে উৎপত্তি লাভ করেছে। ‘ওইকোনোমিয়া’ অর্থ ‘গৃহ পরিচালনা’ (household management)। অর্থাৎ অর্থনীতি হলো গৃহ পরিচালনার আয় ব্যয়ের সামগ্রিক কার্যক্রম।
অর্থনীতি হল সামাজিক বিজ্ঞানের একটি অংশ, যা উৎপাদন, বন্টন, পরিষেবা এবং ভাল ব্যবহারের সাথে জড়িত। সাধারণ অর্থে যে শাস্ত্রে অর্থ নিয়ে আলোচনা করে তাই অর্থনীতি। অন্যভাবে বলা যায়, যে শাস্ত্রে মানুষের কল্যাণ সাধনের জন্য তাদের অভাব পূরণের চেষ্টা করা হয় তাকে অর্থনীতি বলে। বিভিন্ন অর্থনীতিবিদ অর্থনীতিকে ভিন্ন ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন:
আধুনিক অর্থশাস্ত্রের জনক ও ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে তাঁর লেখা ‘An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations’ নামক গ্রন্থে অর্থনীতির মূল বিষয়গুলি সম্পর্কে ধারণা প্রদান করেছেন৷ অ্যাডাম স্মিথ বলেন, ‘অর্থনীতি হলো এমন এক বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি এবং তার কারণ অনুসন্ধান করে।’
১৮৯২ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘Economics of Industry’ গ্রন্থে মার্শাল বলেছেন, ‘অর্থনীতি মানুষের জীবনের দৈনন্দিন সাধারণ কার্যাবলি আলোচনা করে।’ এখানে ‘মানুষের সাধারণ কার্যাবলি’ বলতে বুঝানো হয়েছে, মানুষ কীভাবে অর্থ উপার্জন করে ও কীভাবে সেই উপার্জিত অর্থ তার বিভিন্ন অভাব মেটানোর জন্য ব্যয় করে।
বিংশ শতকের অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন অতীতের সংজ্ঞার উপর ভিত্তি করে অর্থনীতিকে সামাজিক বিজ্ঞানের অংশ হিসেবে সংজ্ঞায়িত করেছেন।
পরিশেষে বলা যায়, অর্থনীতি হলো এমন একটি বিষয়, যেখানে প্রত্যেক মানুষের কল্যাণ সাধিত হয় এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয়। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: আলাউদ্দিন, প্রফেসর ড. মোঃ; ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ নূরুল; ইসলাম, মোহাঃ বদরুল; ক্ষতিপূরণ ব্যবস্থাপনা; আগস্ট, ২০১৮/২০১৯; ঢাকা: গ্রন্থ কুটির; পৃষ্ঠা ৫৯।
অর্থনীতি কি বা কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL