অর্থনৈতিক মানব
November 29, 2018
মানুষ সব সময় বেশি মুনাফা পাওয়ার চেষ্টা করে। সবচেয়ে কম মূল্যে দ্রব্য সামগ্রী ক্রয় করতে চায়। মানুষের এ ধরনের আচরণ অর্থনৈতিক নিয়ম-নীতি দিয়ে পরিচালিত হয়ে থাকে। এ কারণেই মানুষকে অর্থনৈতিক মানব (economic man) বলা হয়। বিশিষ্ট জার্মান দার্শনিক ওয়েবারের [Maximilian Karl Emil Weber] শিল্পালয়ের অবস্থান তত্ত্বটি অর্থনৈতিক মানবের ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠে। পরবর্তীতে এ তত্ত্বটি আচরণবাদী কর্তৃক সমালোচিত হয়েছিল। আচরণবাদীগণ মনে করেন, মানুষ সব সময় অর্থনৈতিক আচরণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখে না।
অর্থনৈতিক মানব বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL