অশ্মমণ্ডল | Lithosphere
December 4, 2018

অশ্মমণ্ডল [Lithosphere] হল পৃথিবীর সবচেয়ে উপরের স্তর বা মণ্ডল। এ স্তরটির অপর নাম শিলামণ্ডল। অর্থাৎ ভূ-গাঠনিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভূ-অভ্যন্তরের কেন্দ্র থেকে ভূ-পৃষ্ঠ পর্যন্ত পৃথিবীকে তিনটি মণ্ডলে ভাগ করা হয়। এ তিনটি মণ্ডলের সবচেয়ে উপরের স্তরটি হল অশ্মমণ্ডল। এ মণ্ডলটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার ভূ-অভ্যন্তর পর্যন্ত বিস্তৃত। তবে এ মণ্ডলটি পৃথিবীর কোথাও কোথাও প্রায় ২০০ কিলোমিটার ভূ-গভীরতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ মণ্ডলটির সবচেয়ে উপরে রয়েছে ভূ-ত্বক। অপেক্ষাকৃত লঘু উপাদান দিয়ে গঠিত এ মণ্ডলটিতে সিলিকন (silicon) ও এ্যালোমিনিয়ামের (aluminium) পরিমাণ খুবই বেশি। সিলিকন (si) ও এ্যালোমিনিয়ামের (al) পরিমাণ বেশি হওয়ার কারণে এ স্তরটিকে সিয়াল (sial) স্তর বা মণ্ডল বলা হয়।
অশ্মমণ্ডল বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL
One Comment
খারাপ না। শুভকামনা, ভবিষ্যতে আরও ভালো লেখা পাবো আশাকরি।