অসংগঠিত প্রশ্নমালা
June 24, 2020

অসংগঠিত প্রশ্নমালা (unstructured questionaire) বলতে সামাজিক জরিপ কাজে ব্যবহৃত এক বিশেষ ধরনের প্রশ্নের সমষ্টিকে বুঝায়। সাধারণত সামাজিক জরিপ কাজে ব্যবহৃত এসব প্রশ্নমালার প্রশ্নের নির্দিষ্ট কোন উত্তর দেয়া থাকে না, বরং উত্তরদাতা স্বাধীনভাবে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। অসংগঠিত প্রশ্নমালাকে আবার খোলা প্রশ্নমালা (open-ended questionnaire) বলা হয়। উদাহরণস্বরূপ নিম্নে এ ধরনের প্রশ্নমালার একটি নমুনা প্রশ্ন নিম্নে দেয়া হল:
প্রশ্ন-১: আপনার এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে কি কি পদক্ষেপ নেয়া উচিত বলে আপনি মনে করে? (লিখুন)
ক) …………………………………………………..
খ) …………………………………………………..
অসংগঠিত প্রশ্নমালা কাকে বলে?
Image Source: Questionnaire – Definition, Types, and Examples
Follow Us on Our Youtube Channel: GEONATCUL